জ্যামাইকার সা‌বেক প্রধানমন্ত্রী ব্রুস গো‌ল্ডিং-এর নে‌তৃত্বে কমনওয়েলথের দুই সদস্যের এক‌টি প্রতিনিধিদল বাংলাদেশের ভোট পর্যবেক্ষণ কর‌ছেন।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শনে আসে ব্রুসের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি।

এ কেন্দ্রে বেলা ১১টা ৫০ মিনিটে প্রবেশ করা কমনওয়েলথ প্রতিনিধিদলটি কয়েকটি ভোট কক্ষে গি‌য়ে ভোট পর্যবেক্ষণ করেন। প্রায় ২০ মিনিট ভোট পর্যবেক্ষণ শেষে এ কেন্দ্র থেকে বেরিয়ে যান তারা।

এ সময় বাইরে অপেক্ষমাণ গণমাধ্যম-কর্মীরা তা‌দের পর্যবেক্ষণ সম্পর্কে জান‌তে চান। তবে ব্রুস কো‌নো কথা ব‌লেন‌নি। ব্রু‌সের স‌ঙ্গে থাকা লিন‌ফোর্ড এন‌ড্রিউস ব‌লেন, ‘নো ক‌মেন্টস।’

লিন‌ফোর্ড এন‌ড্রিউস কমনওয়েলথের ইলেক‌টোরাল সা‌পোর্ট সেকশ‌নের প্রধান।

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোট কক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

এনআই/এসকেডি