ভোটার উপস্থিতি আরও বাড়বে, আশা সিইসির
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে অল্প সংখ্যক ভোটারের উপস্থিতি রয়েছে। আশা করছি, আরও বাড়বে। আমি অনেকগুলো কেন্দ্রে খোঁজ নিয়েছি, অল্প অল্প করে ভোটার বাড়ছে।
রোববার (৭ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিএনপি আজ হরতাল ডেকেছে। এরই জেরে গতকাল দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতি আজ কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আমি ঠিক বলতে পারব না। আমাদের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা, আমরা শুধু নির্বাচনের আয়োজন করছি।
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতা বলতে মানুষ ভোট দেবে কিন্তু আমরা চেয়েছিলাম পোলিং এজেন্ট থাকবে, কারণ যদি কোনো রকম অনিয়ম হয় তাহলে প্রতিপক্ষের পোলিং যেন তার প্রতিবাদ, প্রতিরোধ করতে পারেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটাররা কী রিঅ্যাক্টেড হবে, ইনফ্লুয়েন্স হবে, এসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে হলে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। কিন্তু আমি যে জায়গাগুলোতে দেখলাম, সেখানে বেশিরভাগ পোলিং এজেন্ট একটি দলের মানে নৌকার। নৌকা ছাড়া অন্যান্য দলের পোলিং এজেন্ট আমি সকালে তেমন দেখতে পেলাম না।
এর আগে নির্বাচন উপলক্ষ্যে ইসিতে স্থাপিত আইন শৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে সকালে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এ সময় সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে সারাদেশের ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি শুনেন। পাশাপাশি সিইসি কোথাও কাউকে ছাড় না দেওয়ার কড়া নির্দেশ দেন।
সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।
নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোট কক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
এএসএস/এসকেডি