দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায়। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। 

ভোটাররা জানিয়েছেন, তারা সকালবেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন, পরে পরিস্থিতি দেখে কেন্দ্রে যাচ্ছেন। 

এদিকে এদিন রাজধানীর ঢাকা-৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কুয়াশার কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম।

ইসলামবাগ আশরাফ আলী হাই স্কুল ভোট দিতে আসছেন শাহ জাহান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি একা ভোট দিতে এসেছি। পরিবারের অন্যান্য সদস্যরা ১১টার পর ভোট দিতে আসবেন।

একই কেন্দ্রের মোহাম্মদ সাইফুল ইসলাম জানান মূলত নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে ভোট দেওয়া সিদ্ধান্ত নেব। 

তিনি জানান, এর আগে প্রত্যেকটি নির্বাচনে কখনো মারামারি, কখনো ভোট দেওয়ার পরিবেশ ছিল না। তবে আজকে ভোট দেওয়ার পরিবেশ এখন পর্যন্ত ভালো। এরকম থাকলে দুপুরের পর ভোট দিতে আসবেন।

ইসলামবাগের আরেকটি ভোটকেন্দ্র হাজী ইব্রাহীম স্কুল এন্ড কলেজের নৌকার পোলিং এজেন্ট শামীম মাদবর বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে দুপুর বারোটার পর ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়বে। 

তিনি জানান, এখানে বেশিরভাগ কর্মজীবী এবং শ্রমিক। তারা সকালবেলায় ভোটের পরিবেশ হয়তো পর্যবেক্ষণ করছে। তারপর ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে।

এদিকে এই আসনে আজিমপুরের কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। রাজধানীর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮টা ৩০ মিনিটের মধ্যেই প্রায় ৫০-৬০ জন ভোটারকে হাতে জাতীয় পরিচয়পত্র নিয়ে কয়েকটি লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় ভোটারদের মধ্যে উৎসব মুখরতা দেখা যায়। 

লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় ৭০ ঊর্ধ্ব এক ভোটারকে। তিনি বললেন, আমি বুড়ো মানুষ। সারাদিন দীর্ঘ লাইন ধরে ঝামেলার মধ্যে ভোট দিতে পারবো না। এজন্য সকাল সকাল ভোট দিতে আসলাম।

এনএম/এমএসএ