ঢাকা-৫ আসনে জয়ের ব্যাপারে অনেক বেশি আশাবাদী স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল।

রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-৫ আসনে কোনাপাড়া মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোল্লা সজল বলেন, আমি এইমাত্র ভোট দিলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক। গতকাল রাতে বেশকিছু জায়গায় বিছিন্নভাবে আমাদের ট্রাক প্রতীকের সমর্থকদের ওপর তারা আক্রমণ করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করছে। পাশাপাশি নির্বাচন কমিশনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে। জয়ের ব্যাপারে বাকি প্রার্থীরা সবাই মিলে যতটুকু আশাবাদী আমি তার থেকে বেশি আশাবাদী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী-ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন ভোটাররা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। রয়েছে এক হাজার ৮৯টি ভোট কক্ষ।

এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৫১৭ জন। আর নারী ভোটার দুই লাখ ৩৯ হাজার ২৪৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিন জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা মোট চার লাখ ৯০ হাজার ৭৬৪ জন।

এমএইচডি/জেডএস