দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হলেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) ঢাকা-১৮ আসনের উত্তরা ১ নম্বর সেক্টর স্কলষ্টিকা কেন্দ্রে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮ থেকে কয়েকজন ভোটারকে আসতে দেখা গেছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন রয়েছেন। 

উত্তরা-১ নম্বর সেক্টর স্কলষ্টিকা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ভোট গ্রহণ চলছে। তবে প্রথম ঘণ্টায় ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা ও বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮। এ আসনে মোট ১১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, রোববার সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর মধ্যদিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

এমএসি/এমএল