দ্বাদশ সংসদ নির্বাচন
রাজধানীতে শীতের সকালে ভোটার কম
দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর মধ্যদিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও রাজধানীতে শীতের সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে।
রোববার সকালে ঢাকা-৫ আসনের কুতুবখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কুতুবখালী মহিলা মাদ্রাসা কেন্দ্র ও দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাইস্কুল কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
কুতুবখালী মহিলা মাদ্রাসা কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৯২১ জন। সকাল ৮ টা ১০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে কোনো ভোটার ভোট প্রদান করেননি। ভোটারদের সারিও লক্ষ্য করা যায়নি।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বুলবুল আহমেদ বলেন, শীতের কারণে সকালে ভোটাররা আসেননি। বেলা বাড়লে ভোটাররা আসবেন।
কুতুবখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৯২৩ জন। সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ভোটারদের কোনো সারি দেখা যায়নি। তবে কয়েকজন ভোটারকে ভোট দিতে দেখা গেছে।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আজিজুল হক বলেন, কেন্দ্রের পরিবেশ ভালো। ভোটাররা আসতে শুরু করেছেন।
এ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা ভোটার আশরাফ আলী বলেন, এখনও ভোট দেইনি। আগে পরিস্থিতি দেখি তারপর সময় বুঝে ভোট দেব।
দনিয়া অগ্রদূত বিদ্যানিকেতন কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩৭৭৭ জন। ভোট প্রদানের জন্য রয়েছে ৮টি বুথ। বুথগুলোতে নৌকা ও এক স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের এজেন্ট রয়েছেন। অন্য কোনো প্রার্থীর এজেন্ট সেখানে নেই। ভোটারদের সারিও দেখা যায়নি। কিছু সংখ্যক ভোটারকে ভোট দিতে দেখা গেছে।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শফি উল্লাহ বলেন, আমরা সব বুথ প্রস্তুত রেখেছি। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো। ভোটারের উপস্থিতি ধীরে ধীরে বাড়বে।
রাজধানীর দক্ষিণ পূর্ব কোনো অবস্থিত প্রায় ৫ লাখ ভোটারের এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে শক্তভাবে লড়তে হবে আরও দুই সরকার সমর্থক নেতা তথা স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।
এই দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একজন সাবেক চারবারের সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে। অপরজন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।
এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী-ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন ভোটাররা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই আসনে মোট ভোট কেন্দ্র ১৮৭টি। রয়েছে এক হাজার ৮৯টি ভোট কক্ষ।
এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৫১৭ জন। আর নারী ভোটার দুই লাখ ৩৯ হাজার ২৪৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিন জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা মোট চার লাখ ৯০ হাজার ৭৬৪ জন।
১৩ জন প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন কেবল সরকারি দলের তিন জন। তারা হলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ মুন্না। দলের মনোনয়ন বঞ্চিত অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল এবং ঈগল প্রতীক নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
এমএইচডি/এমএসএ