৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দেশটি বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সতর্কতা জারি করেছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা শুক্রবার ঢাকার মালয়েশিয়ান হাইকমিশনের ফেসবুকে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ জানুয়ারি বাংলাদেশের ১২তম সাধারণ নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এদিন মালয়েশিয়ানদের বাংলাদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশে বসবাসকারী মালয়েশিয়ানদের অবশ্যই সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সমাবেশ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মালয়েশিয়ান নাগরিকদের মধ্যে যাদের কনস্যুলার সহায়তার প্রয়োজন পড়বে তাদের ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এনআই/জেডএস