রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের মাত্রা যখন কমে আসে তখন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে প্রবেশ করে।

মরদেহ নেওয়ার জন্য সাদা ব্যাগ বগির ভেতরে নেওয়া হয়েছে। মরদেহ বের করার জন্য ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল কাজ করছে। 

এদিকে উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা র‍্যাব, বিজিবি সদস্য, আনসার সদস্যরা তাদের সরানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রেনে আগুনের ঘটনায় ৭টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আমাদের উদ্ধারকাজ চলমান রয়েছে।

এমএসি/পিএইচ