বুধবারের পর কমবে শীত, বাড়বে তাপমাত্রা
গত কয়েকদিনের তুলনায় দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। এরই ধারাবাহিকতায় আজ সকালে সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজকে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় শৈত্যপ্রবাহ হয়েছে। শুধু রংপুর বিভাগের কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা কমবে, এরপরই আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা আর কমবে না বা কোনো ধরনের শৈত্যপ্রবাহও হওয়ার সম্ভবনা নেই।
আরও পড়ুন
তিনি বলেন, এই মাসে ১ থেকে ২টা শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা আছে। আগামী ১০ জানুয়ারির পরই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহগুলো হতে পারে। অর্থাৎ জাতীয় সংসদ ভোটের দিন শৈত্যপ্রবাহ বা কুয়াশা পড়ার সম্ভাবনা নেই। এ ছাড়া, এবার দেশের উত্তরপশ্চিম অঞ্চল, উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।
এসআর/এনএফ