মেট্রোরেল চালু হওয়ার এক বছর পর অবশেষে সব স্টেশনে থামছে বিদ্যুৎ চালিত দ্রুতগতির এ গণপরিবহন। এর আগে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন ছাড়া প্রতিটি স্টেশনে থামত মেট্রো ট্রেন।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে নির্ধারিত সময় অনুযায়ী কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন থামে। এর মধ্যে দিয়ে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশনে থামা শুরু হলো। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশের কাজ এখনও চলমান আছে।

বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রো চলছে। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পূর্ণ সময়ের জন্য চালু হতে আরও মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গত ২৮ ডিসেম্বর বলেছিলেন, আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে, আগামী তিন মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো লাইনে একই সময় পর্যন্ত মেট্রো ট্রেন পরিচালনা করা। তখন সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল সেবা দেওয়া হবে।

‘থার্টি ফাস্ট নাইটে’ ফানুস না উড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গত বছর ফানুসের অবশিষ্টাংশে মেট্রোরেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মেট্রোরেল সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে ফানুস না উড়ানো অনুরোধ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে চড়ে। এরপর ধাপে ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন খুলে দেওয়া হয়। গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন।

মেট্রোরেল বর্তমানে প্রতিদিন এক লাখ ৩৫ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার যাত্রী পরিবহন করছে বলে জানা গেছে।

এমএইচএন/এসকেডি