চট্টগ্রামে জুয়ার আসর থেকে আটক ১০
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে থানার মোহরা এয়ার মোহাম্মদ সড়কের হারুনের বিল্ডিংয়ের তৃতীয় তলার মিলনের রুম থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটকদের কাছ থেকে ১১১টি তাস ও নগদ ১ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৯৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হচ্ছে বলেও তিনি জানান।
এমআর/পিএইচ