দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে তলবের জবাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছেন বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে তিনি ইসিতে হাজির হন।

এর আগে আচরণবিধি ভঙ্গের দায়ে সোমবার কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

তলবের জবাব দিতে আজ ইসিতে সশরীরে হাজির হয়েছেন উভয় প্রার্থী। ইতোমধ্যে বাহাউদ্দিন বাহারের শুনানি শুরু হয়েছে।

ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে তাদের একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

ওএফএ/এমজে