ইসিতে নৌকার বাহারের শুনানি চলছে
একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ.ক.ম বাহারউদ্দিন বাহারের প্রার্থিতা কেন বাতিল হবে না, এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশনে (ইসি) শুনানি শুরু হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশনে এই শুনানি শুরু হয়। শুনানিতে নৌকার প্রার্থী আ.ক. ম বাহাউদ্দীন বাহার সশরীরে উপস্থিত হয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ইসির চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।
চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
এর আগে ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, আচরণবিধি ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে।
ওএফএ/এমজে