পুুলিশের তিন ওসি এবং একজন উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, মাদারীপুর জেলার কালকিনি, ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের ইউএনওকে প্রত্যাহার করারও সিদ্ধান্ত দিয়েছে কমিশন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসআর/এসকেডি