চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকায় ১৮ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মো. আরমান উদ্দিন (২০) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২৩ ডিসেম্বর) টকিও এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আরমান বাসটির হেলপার ছিলেন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ছাইরাখালীর কবির আহম্মেদের ছেলে। 

র‍্যাব জানায়, আটক আরমান বাসে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিশেষ কৌশলে গাড়িতে লুকিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। শনিবার গোপনে সংবাদ পেয়ে তাকে ইয়াবার চালানসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ টাকা। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকের চালানসহ আটক ব্যক্তিকে নগরের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এসকেডি