ঢাকা-৫ আসন
প্রচারণায় ৪ প্রার্থী, অন্য ৮ জনের নাম জানেন না ভোটাররা
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে লড়বেন ১২ জন প্রার্থী। তাদের মধ্যে চারজন প্রার্থীর প্রচার-প্রচারণা চোখে পড়লেও বাকি ৮ প্রার্থীর নামই জানেন না ভোটাররা। প্রচারণায় এগিয়ে আছে নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্না। এছাড়া এ আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লার ট্রাক প্রতীকের পক্ষে তার কর্মী সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন ও তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়ের পোস্টার-ব্যানার বিভিন্ন জায়গায় দেখা গেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকা-৫ আসনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এ চিত্র দেখা গেছে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি ভোটে না আসায় নির্বাচন নিয়ে অনেকের আগ্রহ কম।
বিজ্ঞাপন
ঢাকা-৫ আসনের ৬২ নম্বর ওয়ার্ডের ভোটার সানোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, দেখতেই তো পাচ্ছেন চারিদিকে শুধু নৌকা, ট্রাক, ঈগলের প্রতীক লাগানো। এ দুই প্রার্থীর লোকজন এসে ভোট চাচ্ছেন। মিছিল মিটিং করছেন। অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণাও নেই, তাদেরকে চিনিও না।
যাত্রাবাড়ির ভোটার লন্ড্রি ব্যবসায়ী আব্দুল করিম ঢাকা পোস্টকে বলেন, বিএনপি ভোট করলে নির্বাচন জমে উঠতো, উৎসবমুখর হতো। বিএনপি না থাকায় নির্বাচন নিয়ে আমার মতো অনেকের আগ্রহ নেই।
৬৩ নম্বর ওয়ার্ডের ভোটার আওয়ামী সমর্থক সাইফুল ইসলাম কালু বলেন, এখন আমাদের ঘুম নেই। ৭ জানুয়ারি পর্যন্ত আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইব।
একই ওয়ার্ডের ভোটার ও চা বিক্রেতা রাজিয়া সুলতানা বলেন, সব জায়গায় তো নৌকার পোস্টার দেখি। অন্যদের আমি চিনি না। নৌকাতেই ভোট দেবো।
যাত্রাবাড়ীর ডেমরা রোডের ভাঙ্গা প্রেস সংলগ্ন বাসায় নৌকা প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ মুন্না ঢাকা পোস্টকে বলেন, এখন নির্বাচনী প্রচারণা করতে বের হচ্ছি। চারদিকে প্রচুর সাড়া পাচ্ছি। এ আসনে উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
প্রসঙ্গত, ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী নির্বাচনের মাঠে আছেন। তাদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল ট্রাক প্রতীক এবং মো. কামরুল হাসান ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া ইসলামিক ঐক্যফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ চেয়ার প্রতীকে, ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্টের এস এম লিটন টেলিভিশন, তৃণমূল বিএনপির মো. আবু হানিফ সোনালি আঁশ, ইসলামী ঐক্য জোটের আবদুল কায়ুম মিনার, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান আম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া একতারা, বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম ডাব, জাতীয় পার্টির মো. সারওয়ার খান কাঁঠাল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ছড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এমএইচডি/পিএইচ