রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা পরিকল্পিত ব‌লে দাবি ক‌রে‌ছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। অন্যদিকে ঢাকার ফ্রান্স দূতাবাস ঘটনার স‌ঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বৃহস্প‌তিবার (২১ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সাপ্তা‌হিক ব্রিফিং‌য়ে এ কথা জানান মুখপাত্র সে‌হেলী সাবরীন।

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বন্ধু রাষ্ট্র ক্ষোভ বা সমবেদনা জানিয়েছে কি না— জান‌তে চাওয়া হয় মুখপাত্রের কা‌ছে। জবা‌বে তিনি ব‌লেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনাটি আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়েছে। ফেসবুক পেইজে ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল অডিয়েন্স সবাই আছে। গত ১৯ ডিসেম্বর সকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের ফলে দগ্ধ হয়ে নারী শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষিতে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।’

অস্ট্রেলিয়ান হাইকমিশন অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘পরিকল্পিত’ হিসেবে উল্লেখ করেছে বলেও জানান পররাষ্ট্রের মুখপাত্র।

মুখপাত্র ব‌লেন, ‘ঢাকার ফ্রান্স দূতাবাস এক্স হ্যান্ডেলে এ ঘটনার সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।’

ভারতের তরফ থেকে কোনো উদ্বেগ জানা‌নো হয়েছে কি না— এমন প্রশ্নের জবা‌বে মুখপাত্র ব‌লেন, ‘ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি।’

নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে ভার‌তের স‌ঙ্গে থাকা সীমা‌ন্তে বাড়তি সতর্কতা বা নির্দেশনা আছে কি না— প্রশ্ন রাখা হয় মুখপা‌ত্রের কা‌ছে। তি‌নি ব‌লেন, ‘এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা অবশ্যই চাইব— নির্বাচনের প্রাক্কালে যাদের সঙ্গে সীমানা আছে, সেখানে যেন সব রকম ভালো ব্যবস্থা থাকে।’

এনআই/এমজে