পুলিশ বাহিনীতে কেউ অপরাধ করলে ছাড় পায় না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

বুধবার (২০ ডিসেম্বর) ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে শাহ আলী থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, পুলিশ বাহিনীতে কেউ অপরাধ করলে ছাড় পায় না। বরং অপরাধের সঙ্গে জড়িত সদস্যকে গ্রেপ্তারে বিন্দুমাত্র বিচলিত হই না। এটাই পুলিশের সৌন্দর্য। এমন কি তাদের বিরুদ্ধে বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণেও বিচলিত হই না। আমাদের অভিভাবক আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত দুই লাখ ১০ হাজারের বিশাল বাহিনী পুলিশ বাহিনী। এ বাহিনীতে দু চারজন অপরাধী যে নেই- তা আমরা অস্বীকার করছি না। আমাদের মধ্যেও অপরাধ প্রবণতার মানুষ থাকতে পারে। কিন্তু অপরাধ করার পরে সঙ্গে সঙ্গে তাকে শনাক্ত করে এবং ভুক্তভোগীর অভিযোগ প্রমাণিত হলে তাকে আমরা গ্রেপ্তার করতে বিন্দুমাত্র বিচলিত হই না। বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণে আমরা পিছপা হই না। মামলা গ্রহণেও বিচলিত হই না। এটাই পুলিশের সৌন্দর্য।

তিনি বলেন, আমাদের পুলিশের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হওয়ার পর যখন কেউ উচ্ছৃঙ্খল আচরণ বা ফৌজদারি অপরাধ করে তখন সে পুলিশ নাকি সাধারণ মানুষ সেটি বিবেচনায় নেওয়া হয় না। আমরা তাকে একজন অপরাধী হিসেবে বিবেচনা করি। সে যদি আমাদের বাহিনীর সদস্যও হয় তবুও সে একজন অপরাধী। তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় এবং বিভাগীয় আইনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দুজনের ক্ষেত্রেই একই ব্যবস্থা নিয়েছি।

ডিএমপির শেরে বাংলা নগর থানায় হওয়া মামলার ভুক্তভোগীর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে কি না জানতে চাইলে যুগ্ম কমিশনার বিপ্লব বলেন, তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে চাই না। যখনই কোনো ঘটনা নিয়ে মামলা হয়ে যায় সেটি নিয়ে সরাসরি কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। যেহেতু মামলা হয়েছে, আমাদের সদস্যকে তুলে দেওয়া হয়েছে। আমরা যে বিষয়টি নিশ্চিত করবো সেটি হলো সুষ্ঠু তদন্ত করা। আমার বাহিনীর সদস্য দোষী হলে ছাড় দেওয়া হবে না। তদন্ত সুষ্ঠু হবে এটাই আমরা নিশ্চিত করা।

এমএসি/পিএইচ