মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই শোভাযাত্রা উদ্বোধন করেন। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরসহ সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নিয়েছেন।

শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই নেতাকর্মী জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবনকেও ছাড়িয়ে যায় নেতাকর্মীর উপস্থিতি। ঢাকার বিভিন্ন আসনের নৌকার প্রার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া! তাদের নেতা নেই, নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে? ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।’

আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না।’

ঢাকা জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।’

এমএসআই/এমজে