ঢাকার ১৫টি আসনে (ঢাকা-৪ থেকে ১৮ আসন) ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এসব আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ১৫২ জন। বর্তমানে বৈধ প্রার্থী আছেন ১২৫ জন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানান।

তার দেওয়া তথ্য মতে জাতীয় সংসদের ১৭৭ (ঢাকা-৪) আসনে জাকের পার্টির মো. রবিউল ইসলাম; জাতীয় সংসদের ১৭৮ (ঢাকা-৫) আসনে জাকের পার্টির মীর আব্দুস সবুর ও স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল ইসলাম; জাতীয় সংসদের ১৭৯ (ঢাকা-৬) আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ, জাকের পার্টির তারিকুল ইসলাম, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ; জাতীয় সংসদের ১৮০ (ঢাকা-৭) আসনে জাকের পার্টির বিপ্লব চন্দ্র বনিক, জাতীয় পার্টির তারেক আহমেদ আদেল; জাতীয় সংসদের ১৮১ (ঢাকা-৮) আসনে জাকের পার্টির মো. নজরুল ইসলাম লিটন; জাতীয় সংসদের ১৮২ (ঢাকা-৯) আসনে জাকের পার্টির মোহাম্মদ মফিজ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নীলাঞ্জন রিফাত ও ইসলামী ঐক্যজোটের মো. লোকমান শেখ প্রত্যাহার করেছেন।

এছাড়া জাতীয় সংসদের ১৮৩ (ঢাকা-১০) আসনে জাকের পার্টির মো. হুমায়ুন কবীর; জাতীয় সংসদের ১৮৪ (ঢাকা-১১) আসনে জাকের পার্টির মো. মাসুদ রানা; জাতীয় সংসদের ১৮৫ (ঢাকা-১২) আসনে জাকের পার্টির হুমায়ুন কবির; জাতীয় সংসদের ১৮৬ (ঢাকা-১৩) আসনে জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম; জাতীয় সংসদের ১৮৭ (ঢাকা-১৪) আসনে জাতীয় পার্টি-জেপির শেখ শহীদুল ইসলাম, জাকের পার্টির মো. জাকির হোসেন ও জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম; জাতীয় সংসদের ১৮৮ (ঢাকা-১৫) আসনে জাকের পার্টির মাইনুল ইসলাম; জাতীয় সংসদের ১৮৯ (ঢাকা-১৬) আসনে জাকের পার্টির আমিনুল ইসলাম; জাতীয় সংসদের ১৯০ (ঢাকা-১৭) আসনে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও সালমা ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার এবং জাতীয় সংসদের ১৯১ (ঢাকা-১৮) আসনে জাকের পার্টির মো. শরিফ হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান মনোনয়ন প্রত্যাহার করেছেন।

সেই হিসেবে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির (জাপা) ৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন, জাকের পার্টির ১৩ জন, জাতীয় পার্টির (জেপি) একজন, সাংস্কৃতিক ঐক্যজোটের একজন, ইসলামি ঐক্যজোটের একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এমএইচএন/এসকেডি