দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা আপিল করেছেন তাদের মধ্যে আজ ৪৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনে এই ৪৪ জনকে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুনানি হওয়া ১০০ জনের মধ্যে ৫২ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। আর ৪ জন প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, পরবর্তীতে জানানো হবে।

এর মধ্য দিয়ে পাঁচ দিনে মোট ২৫৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলো। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি (রোববার)।

এসআর/এমজে