পটুয়াখালী-১ আসনের বৈধ প্রার্থি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা রইল না। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়।

আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা দেন। 

রুহুল আমিন হাওলাদারের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। 

তিনি বলেন, আগেই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। এরপর নজরুল ইসলাম নামের আরেক প্রার্থী এর বিরুদ্ধে এখানে আপিল দায়ের করেছিলেন। আপিলে ওনার অভিযোগ ছিল, রুহুল আমিন হাওলাদারের কর বাকি রয়েছে। তবে সেই কর তিনি (রুহুল আমিন হাওলাদার) গত ৩ ডিসেম্বর পরিশোধ (প্রায় আটাশি লাখ টাকা) করে দিয়েছেন। সেজন্য ৪ ডিসেম্বর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারপরও এনপিপির প্রার্থী করের ব্যাপারটি পরিশোধ নিয়ে আপত্তি জানিয়ে এখানে আপিল করেছিলেন। যার শুনানি আজ হয়েছে এবং রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আরএইচটি/জেডএস