চলমান বিধিনিষেধের মধ্যে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য ‘মুভমেন্ট পাস’র ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। এই পাসধারী ব্যক্তি করোনাকালীন নিয়ম মেনে সড়কে চলাচল করতে পারবেন। মুভমেন্ট পাস দেওয়ার জন্য একটি অ্যাপস তৈরি করছে পুলিশ। এর নাম ‘মুভমেন্ট পাস অ্যাপস’।

তবে বেশকিছু জরুরি পেশার মানুষদের মুভমেন্ট পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পুলিশ সদরদফতর। তারা শুধুমাত্র নিজেদের অফিস আইডি কার্ড দেখিয়ে বিধিনিষেধের সময় চলাচল করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলাচলে যাদের মুভমেন্ট পাস লাগবে না

১. চিকিৎসক

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

৪৬ ঘণ্টায় ‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে ১৬ কোটি হিট

৪৬ ঘণ্টায় এ পর্যন্ত মোট ১৬ কোটি নাগরিক পুলিশের মুভমেন্ট পাস নেওয়ার জন্য ওয়েবসাইটে ঢুকেছে। এত সংখ্যক হিটের কারণে ওয়েবসাইটটিতে আবেদনের ধীরগতি দেখা দিয়েছে।

আরও পড়ুন : মুভমেন্ট পাসের জন্য আবেদন করবেন যেভাবে

পুলিশ সদর দফতর জানায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ওয়েবসাইটে ১৬ কোটি হিট হয়েছে। সে হিসাবে প্রতি মিনিটে হিট হয়েছে ৫৭ হাজার ৯৪২টি। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি। গত ৪৬ ঘণ্টায় ৩ লাখ ১৬ হাজার নাগরিককে মুভমেন্ট পাস দেওয়া হয়েছে।

এমএসি/এইউএ/এমএইচএস