গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার মো. ইমদাদুল হক (৫৭) ও সহকারী লোকোমাস্টার মো. সবুজ মিয়া (৩০)। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

এসএএ/এসএসএইচ