গাজীপুরের সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে জমির রেকর্ড ও পর্চা প্রদানে ঘুষ গ্রহণের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের গাজীপুর সমন্বিত জেলা অফিস থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে বাঘিয়া মৌজার আমবাগ, নছের মার্কেট ও বাঘিয়া গ্রামের ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করে। এসময় গ্রামবাসীর বক্তব্যে সার্ভেয়ারদের বিরুদ্ধে রেকর্ড ও পর্চা প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। 

এনফোর্সমেন্ট টিম উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নিতে কমিশনে এনফোর্সমেন্ট টিম প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

আজ (মঙ্গলবার) অন্যদিকে অবৈধ গ্যাস সংযোগ এবং গ্যাস সংযোগেরওপর বাড়ি নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ এবং গ্যাস লাইনের ওপর বাড়ি নির্মাণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের কারিগরি সহায়তার মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে।

আরএম/কেএ