দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। আজ ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয়েছে ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুইজনের প্রার্থিতা।

এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের মতো আপিল শুনানি শুরু হয়।

আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

ইসি সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল ইসিতে জমা পড়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিলগুলো নিষ্পত্তি করবে ইসি। সারা দেশের ৩০০ আসনের বিপরীতে বিভিন্ন স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রের বিভিন্ন অসংগতির কারণে রিটার্নিং অফিসার এসব মনোনয়নপত্রের বৈধতা বাতিল করেছেন। আজ আপিলের শুনানি হওয়ার পর ইসির সিদ্ধান্তে আপিল মঞ্জুর (মনোনয়নপত্র বৈধ), নামঞ্জুর (মনোনয়নপত্র অবৈধ), কিংবা পেন্ডিং রাখা হয়।

এর আগে প্রথম দুইদিনে ১৯৩ জনের আপিলের রায় দেওয়া হয়। 

আজকের ধারাবাহিক রায়গুলো হলো-

১৯৪. মো. মিজানুর রহমান, জাতীয় পার্টি, বরিশাল-২, নামঞ্জুর; ১৯৫. মাওলানা মো. নাসির উদ্দিন, ইসলামী ঐক্যজোট, কুমিল্লা-১, মঞ্জুর; ১৯৬. মো. বশির উদ্দিন, স্বতন্ত্র, ঢাকা-১৮, মঞ্জুর; ১৯৭. মো. মেজবাউল আলম, স্বতন্ত্র, বগুড়া-৭, নামঞ্জুর; ১৯৮. এস.এম.এ. জলিল, বাংলাদেশ কংগ্রেস, খুলনা-৫, নামঞ্জুর; ১৯৯. হুমায়ুন সুলতান, স্বতন্ত্র, যশোর-৫, মঞ্জুর; ২০০. মোছা. আশা মনি, স্বতন্ত্র, ঠাকুরগাঁও-৩, মঞ্জুর।

২০১. মো. ফুল মিয়া মোল্লা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গোপালগঞ্জ-২, মঞ্জুর; ২০২. মো. মিজানুর রহমান, স্বতন্ত্র, সুনামগঞ্জ-২, মঞ্জুর, ২০২. মো. মিজানুর রহমান, স্বতন্ত্র, সুনামগঞ্জ-২, মঞ্জুর; ২০৩. মো. মনির হোসেন মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), চাঁদপুর-৫, নামঞ্জুর; ২০৪. মো. ইসহাক, স্বতন্ত্র, কক্সবাজার-৪, নামঞ্জুর; ২০৫. এম. তমিজ উদ্দিন ভূঁইয়া, স্বতন্ত্র, কুমিল্লা-১১, নামঞ্জুর; ২০৬. মো. সিরাজুল ইসলাম, স্বতন্ত্র, রংপুর-৬, মঞ্জুর; ২০৭. এস. এম আবু মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), টাঙ্গাইল-৪, নামঞ্জুর; ২০৮. আব্দুর রহমান, গণফোরাম, কুমিল্লা-১১, মঞ্জুর; ২০৯. মো. আমজাদ হোসেন, স্বতন্ত্র, বগুড়া-৭, নামঞ্জুর।

২১০. মো. শাহ আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), কুমিল্লা-৫, নামঞ্জুর; ২১১. মো. মাসুম ইকবাল, স্বতন্ত্র, কুড়িগ্রাম-৪, মঞ্জুর; ২১২. কাজী সরওয়ার আলম, কল্যাণ পার্টি, নোয়াখালী-২, মঞ্জুর; ২১৩. মো. মনিরুজ্জামান, স্বতন্ত্র, ঝালকাঠি-১, মঞ্জুর; ২১৪. সাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র, মানিকগঞ্জ-২, মঞ্জুর; ২১৫. হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস, খাগড়াছড়ি পার্বত্য জেলা-২৯৮, নামঞ্জুর; ২১৬. এম. এ মতিন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, চট্টগ্রাম-১২, মঞ্জুর; ২১৭. মো. আব্দুর রউফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মৌলভীবাজার-৩, মঞ্জুর; ২১৮. রবিউল হোসাইন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, নোয়াখালী-২, মঞ্জুর; ২১৯. এহতেশামুল হক, স্বতন্ত্র, সিলেট-৩, মঞ্জুর; ২২০. আবদুছ সালাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা- ২, মঞ্জুর।

২২১. জেড আই রাসেল, স্বতন্ত্র, ঢাকা-১৪, মঞ্জুর; ২২২. মো. জহির, বাংলাদেশ কংগ্রেস, সিলেট-২, মঞ্জুর; ২২৩. আবুল হোসেন, তৃণমূল বিএনপি, সিলেট-৪, মঞ্জুর; ২২৪. মইনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট, সিলেট-৩, মঞ্জুর; ২২৫. জয়নাল আবদীন, জাসদ, নোয়াখালী-৩, মঞ্জুর; ২২৬. মো. মনজুর আলম, স্বতন্ত্র, চট্টগ্রাম-১০, নামঞ্জুর; ২২৭. এস এম রহিমুল্লাহ, জাসদ, নোয়াখালী-৪, নামঞ্জুর; ২২৮. এম অহিদুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কুমিল্লা-১০, মঞ্জুর; ২২৯. হালিমা খাতুন, স্বতন্ত্র, লালমনিরহাট-২, মঞ্জুর; ২৩০. মোহাম্মদ সাজেদুর রহমান, স্বতন্ত্র, গাইবান্ধা-২, নামঞ্জুর।

২৩১. এস এম রাজু, স্বতন্ত্র, খুলনা-৬, নামঞ্জুর; ২৩২. মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র, গাইবান্ধা-২, নামঞ্জুর; ২৩৩. ফাতেমা জামান সাথী, স্বতন্ত্র, খুলনা-৩, মঞ্জুর; ২৩৪. মো. ইমরান কবির চৌধুরী, স্বতন্ত্র, নীলফামারী-১, মঞ্জুর; ২৩৫. আব্দুল্লাহ নাহিদ নিগার, স্বতন্ত্র, গাইবান্ধা-১, মঞ্জুর; ২৩৬. গোলাম রাব্বানী খান, স্বতন্ত্র, ফরিদপুর-৩, মঞ্জুর; ২৩৭. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় পার্টি, ঢাকা-১৯, মঞ্জুর; ২৩৮. হাজী মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ঢাকা-৭, মঞ্জুর, ২৩৯. মো. শাহ আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ঢাকা-১৩, নামঞ্জুর; ২৪০. বিটু মিয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), নরসিংদী-৫, মঞ্জুরG

২৪১. মো. মাহফুজুর রহমান, গণফোরাম, নরসিংদী-৩, মঞ্জুর; ২৪২. শাহরিয়ার ইকবাল, জাতীয় পার্টি, ফেনী-১, মঞ্জুর; ২৪৩. মো. ওবায়দুল, স্বতন্ত্র, রাজশাহী-৫, মঞ্জুর; ২৪৪. মুসফিকুর রহমান, জাতীয় পার্টি, নোয়াখালী-৬, মঞ্জুর; ২৪৫. মো. ওসমান গণি, স্বতন্ত্র, চট্টগ্রাম-১০, নামঞ্জুর; ২৪৬. মনিরা সুলতানা, বাংলাদেশ কংগ্রেস, খুলনা-৪, পেন্ডিং; ২৪৭. সেলিনা ইসলাম, স্বতন্ত্র, লক্ষ্মীপুর-২, নামঞ্জুর; ২৪৮. মো. মাসুদ খান, স্বতন্ত্র, ঢাকা-১৭, নামঞ্জুর; ২৪৯. মো. খালেকুজ্জামান, স্বতন্ত্র, নওগাঁ-১, পেন্ডিং; ২৫০. মো. নিপু হোসেন, স্বতন্ত্র, রাজশাহী-৩, নামঞ্জুর; ২৫১. মো. রেজাউর রশীদ খান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সিরাজগঞ্জ-৬, পেন্ডিং; ২৫২. সাবিনা, স্বতন্ত্র, ঢাকা-১২, নামঞ্জুর; ২৫৩. মোহাম্মদ মফিজুর রহমান, তৃণমূল বিএনপি, ঢাকা-১৮, মঞ্জুর।  

২৫৪. মোছা. সাবিনা বেগম, বাংলাদেশ কংগ্রেস, মানিকগঞ্জ-৩, নামঞ্জুর; ২৫৫. জাহাঙ্গির খান চৌধুরী, স্বতন্ত্র, কুমিল্লা-৫, মঞ্জুর; ২৫৬. ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র, ঢাকা-২, মঞ্জুর; ২৫৭. মো. লুৎফুর রহমান, স্বতন্ত্র, ঢাকা-১৪, মঞ্জুর; ২৫৮. মো. হাসান সাঈদ, জাতীয় পার্টি, মানিকগঞ্জ-১, মঞ্জুর; ২৫৯. মো. জামাল হোসাইন, বাংলাদেশ কংগ্রেস, চাঁদপুর-১, নামঞ্জুর; ২৬০. মো. সাহিদুল ইসলাম (মিটু), বাংলাদেশ কংগ্রেস পার্টি, গোপালগঞ্জ-৩, মঞ্জুর; ২৬১. মো. জাকির খান সাগর, স্বতন্ত্র, বরিশাল-৬, মঞ্জুর।

২৬২. মির্জা শাহরিয়ার মাহমুদ, স্বতন্ত্র, চুয়াডাঙ্গা-২, নামঞ্জুর; ২৬৩. মো. আব্দুল আউয়াল মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টি, ফরিদপুর-৩, নামঞ্জুর; ২৬৪. শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঢাকা-১০, মঞ্জুর; ২৬৫. তরিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোট, খুলনা-৫, নামঞ্জুর; ২৬৬. হিদায়েতুল্লাহ, ইসলামী ঐক্যজোট, খুলনা-২, নামঞ্জুর; ২৬৭. রিয়াজ উদ্দীন খান, ইসলামী ঐক্যজোট, খুলনা-৪, মঞ্জুর; ২৬৮. কে এম আমজাদ হোসেন তাজু, স্বতন্ত্র, গাইবান্ধা-১, মঞ্জুর; ২৬৯. মো. ইয়ার হোসেন রিপন, তৃণমূল বিএনপি, পিরোজপুর-১, মঞ্জুর; ২৭০. সৈয়দ কবির আহম্মেদ, স্বতন্ত্র, বগুড়া-৬, মঞ্জুর; ২৭১. আশীষ কুমার শীল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), চট্টগ্রাম-১৬, মঞ্জুর।

২৭২. আরিফুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, কুষ্টিয়া-২, মঞ্জুর; ২৭৩. শেখ আকরাম হোসেন, স্বতন্ত্র, খুলনা-৫, নামঞ্জুর; ২৭৪. সুব্রত পাল, স্বতন্ত্র, কিশোরগঞ্জ-৫, মঞ্জুর; ২৭৫. জাকির হোসেন সরকার, স্বতন্ত্র, রংপুর-৫, মঞ্জুর; ২৭৬. মো. শরিফ-উল-আলম খন্দকার, স্বতন্ত্র, সিরাজগঞ্জ-৩, নামঞ্জুর; ২৭৭. সৈয়দা নুরুন নাহার, তৃণমূল বিএনপি, ঢাকা-৭, নামঞ্জুর; ২৭৮. আতাউর রহমান খান, স্বতন্ত্র, লালমনিরহাট-১, নামঞ্জুর; ২৭৯. হাজী মোহাম্মদ শরিফুল ইসলাম, স্বতন্ত্র, নারায়ণগঞ্জ-২, মঞ্জুর; ২৮০. কাজী নজরুল ইসলাম, স্বতন্ত্র, কুমিল্লা-৩, নামঞ্জুর; ২৮১. মো. আব্দুল আলী বেপারী, স্বতন্ত্র, মানিকগঞ্জ-১, নামঞ্জুর; ২৮২. সিকদার মো. শাহাদাত হোসেন, স্বতন্ত্র, নড়াইল-১, নামঞ্জুর।

২৮৩. এস.এস.এম. আনোয়ারুল করিম, স্বতন্ত্র, ফেনী-২, মঞ্জুর; ২৮৪. বড়ুয়া মনোজিত ধীমন, স্বতন্ত্র,  কুমিল্লা-১, মঞ্জুর; ২৮৫. মো. নুর হাকিম, স্বতন্ত্র, চুয়াডাঙ্গা-২, মঞ্জুর; ২৮৬. মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ঢাকা-১৬, মঞ্জুর; ২৮৭. মো. হাবিবুর রহমান পবন, স্বতন্ত্র, লক্ষ্মীপুর-১, মঞ্জুর; ২৮৮. মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস, কুমিল্লা-৩, মঞ্জুর; ২৮৯. মো. আব্দুল হামিদ খান, স্বতন্ত্র, সিরাজগঞ্জ-৩, নামঞ্জুর; ২৯০. মো. হুকুম আলী, স্বতন্ত্র নীলফামারী-৩, মঞ্জুর; ২৯১. শামীম আহসান, বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টি (ন্যাপ), কক্সবাজার-৩, মঞ্জুর;

প্রসঙ্গত, আপিলের রায়ের ব্যাপারে কমিশন থেকে জানানো হয়েছে, আবেদনগুলো শিডিউল অনুযায়ী শুনানি শেষে আপিলের ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে পাঠানো হবে। ইসির ওয়েবসাইটেও রায় প্রকাশ করা হবে। এছাড়া, আপিলের রায়ের অনুলিপি ইসি ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

আরএইচটি/জেডএস