বাংলাদেশে করোনার টিকা বিতরণে বৈষম্য ছিল না : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকার বিতরণ সুষ্ঠু ও বৈষম্যহীন ছিল। করোনার টিকা উৎপাদনে বাংলাদেশ সক্ষম বলেও জানান ড. মোমেন।
সোমবার (১১ ডিসেম্বর) কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেসিলেন্স : লেসন ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
প্যানেল আলোচনায় সভাপতিত্ব করা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকা বিতরণে কোনো বৈষম্য নেই। বাংলাদেশ টিকা সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে। আমাদের দেশের প্রবাসীরা তাদের মাতৃভূমিতে টিকা প্রেরণে ভূমিকা পালন করেছেন।
ড. মোমেন বাংলাদেশে টিকা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। টিকা পাবলিক পণ্যে তৈরি হলে বাংলাদেশসহ অন্যান্য দেশও টিকা তৈরি করতে পারবে।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এদিন লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসের সিইও ব্রনওয়ান ম্যাডক্সের সঞ্চালনায় চ্যাথাম হাউস আলোচনায় যোগ দেন।
ড. মোমেন দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।
এনআই/পিএইচ