আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে চলছে জেলা রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়নের আপিলের শুনানি। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে শুনানি চলছিল কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের। এসময় তার সমর্থকরা বাইরে বড় পর্দার দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছিলেন কিছু সময়।

এমন সময় আবদুল মজিদের নামের পাশে মঞ্জুর শব্দ লেখা উঠে। এটি দেখে তারা উল্লাসে মেতে উঠেন, করেন কান্নাও। এর কিছু সময় পর নির্বাচন কমিশন ভবন থেকে বেরিয়ে আসেন আবদুল মজিদ। সমর্থকদের একইসঙ্গে কান্না ও উল্লাস দেখে তিনিও চোখ ভেজান। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কমিশনকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। আমি আশা করি, বিপুল ভোটে কুমিল্লা-২ আসনের জনগণ আমাকে বিজয়ী করবেন।

এসময় তার পাশে কাঁদতে দেখা যায় ২ নারীকে। তাদের একজন হাওয়া বেগম বলেন, আমরা খুশিতে কান্না করছি। আমাদের এ কান্না আনন্দের, আবেগের। আমাদের স্যার (আবদুল মজিদ) প্রার্থিতা ফিরে পেয়েছেন। স্যার কুমিল্লা-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন। প্রার্থিতা ফিরে পেয়ে আমরা এতোটাই খুশি তা বলে বোঝানো যাবে না।

মূলত জেলা রিটানিং কর্মকর্তা হলফনামা অসম্পূর্ণ থাকায় তার আবেদন বাতিল করেছিলেন।

এমএইচএন/এমএসএ