বিশ্বরোড থেকে নতুনবাজারের দিকের সড়কে গাড়ির দীর্ঘ সারি। ছবি : ঢাকা পোস্ট

রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা এলাকায় পুলিশের চেকপোস্টে চেকিংয়ের কারণে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার পর থেকে এ জট শুরু হয়। এ যানজট কুড়িল বিশ্বরোড ছাড়িয়ে গেছে। গাড়ির দীর্ঘ সারিতে অধিকাংশই ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার), কিছু স্টাফ বাস এবং মালবাহী লরি দেখা গেছে। এছাড়াও কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকে রয়েছে। যানবাহনের এই দীর্ঘ সারি তৈরি হওয়ার ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামীদের। 

অনেকে ঘণ্টারও বেশি এ চেকিংজটে বসে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা ফারুক হোসেন ট্রাফিক এলার্ট গ্রুপে লিখেছেন, ’নরমাল সময়েও এমন জ্যাম পাইনি কোনো দিন।’

এদিকে এয়ারপোর্ট রোডেও একই রকম ভোগান্তির তথ্য পাওয়া গেছে। কুর্মিটোলা হাসপাতালের বিপরীতে বসানো চেকপোস্টেও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। আইমান তাজদিদা নামে একজন লিখেছেন, 'আমার বাবাকে অ্যাম্বুলেন্সে করে হসেপাতালে ভর্তি করতে নিয়ে যাচ্ছিল ভাই, আজ সকালে উত্তরা থেকে গ্রিন রোড। কুর্মিটোলা চেকপোস্টে এক ঘণ্টা আটকে থাকলো অ্যাম্বুলেন্স, কোনো আলাদা লেনই নাই। এই আমরা যেন রোহিঙ্গা। জীবনের মূল্য নাই।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বেড়ে যাওয়ার কারণে সরকার ঘোষিত ৭ দিনের বিধিনিষেধ চলছে। ১৪ থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলা এ বিধিনিষেধে গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এজন্য রাজাধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছে। 

সবশেষ ১৪ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে।

এসএম