চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ২৫ মিনিটের দিকে থানার সিএন্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গাড়িটি পোশাককর্মীদের পরিবহন করে। চালক খালি গাড়ি পার্কিং করে চায়ের দোকানে যায়। গাড়িতে তখন হেলপার ছিল। হঠাৎ গাড়িতে পেছন থেকে আগুন ধরে যায়। এটি যান্ত্রিক ত্রুটি বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

এদিকে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চান্দগাঁও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা জড়ো হয়ে সেখানে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করে। 

এমআর/এমএ