বংশালে ট্রাক-কাভার্ড ভ্যানের মাঝে পড়ে হেলপার নিহত
রাজধানীর বংশাল থানার চানখারপুলে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে মো. মিলন (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিলনকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক আসাদুল ইসলাম বলেন, মিলন আমার ট্রাকে হেলপারের কাজ করতো। রাতের দিকে চানখারপুল মোড়ে আমার ট্র্যাকটি পেছন দিকে ব্যাক করছিলাম। এ সময় ট্রাকের পেছনে দাঁড়িয়ে মিলন সেটিকে সংকেত দিচ্ছিল। তখন পেছনেই একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়েছিল। কিন্তু মিলন পেছনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি খেয়াল করেনি। ফলে ট্রাক এবং কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।
তিনি জানান, নিহত মিলনের গ্রামের বাড়ি ভোলা জেলায়
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএসএ