হোল্ডিং ট্যাক্সের আদায়কৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগে রেভিনিউ সুপারভাইজার উপল দে-কে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের।

তিনি জানান, হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত ১২ লাখ ৪০ হাজার টাকা কর্পোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর রেভিনিউ সুপারভাইজার উপল দে-কে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হলে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আজ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।

আবু নাছের বলেন, কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে মঙ্গলবার উপল দে-কে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার এই জালিয়াতি ধরা পড়ে এবং রাত আনুমানিক সাড়ে ৯টায় ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর উপ-কর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন এবং আনুমানিক রাত ১০টায় উপলদে-কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হতে পুলিশ গ্রেপ্তার করে।

এএসএস/এমএ