চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি তিনতলা ভবন হেলে পড়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আমরা বেলা ১২টার দিকে সংবাদ পেয়েছি একটি ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ভবনটি পাশের ভবনের সঙ্গে হেলে আছে। হেলে পড়া ভবনটির পাশ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি খাল খননের কাজ চলছে। খননের কারণে খালের পাশে মাটি সরে গেছে। একারণে ভবনটি হেলে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ভবনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা প্রকৌশলীদের সঙ্গে কথা বলব। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

এমআর/জেডএস