রাজধানীর শ্যামপুরে পেট্রোলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মো. হেদায়েত উল্লাহ (৩৫)।

সোমবার (৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল পৌনে ৪টায় শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্টে হেদায়েত উল্লাহকে আটক করা হয়। তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে একটি বোতলে ২৫০ এমএল পরিমাণ পেট্রোল, গ্যাস লাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে সে এই পেট্রোলের বিষয়ে সদুত্তর দিতে পারেনি। নাশকতার কাজে এই পেট্রোল ব্যবহার করবে বলে প্রাথমিকভাবে জানা যায়, বলেন কে এন রায় নিয়তি।

এমএসি/জেডএস