ঢাকা-১৬ আসন
ক্রেডিট কার্ডের বিল না দেওয়ায় মনোনয়ন বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে সাতজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া, এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. তৌহিদুল ইসলাম। ব্যক্তিগত দুইটি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করে আপিল করার সুযোগ পাবেন তিনি।
এই আসনে বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জাতীয় পার্টির মো. আমানত হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. সজীব কায়সার, জাকের পার্টির আমিনুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. তারিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন।
ঢাকার মোট ২০টি আসনের মধ্যে ১৫টি ঢাকা মহানগরে এবং বাকি পাঁচটি ঢাকা জেলার অন্তর্ভূক্ত। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুইটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয় এবং অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়।
নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
এএসএস/কেএ