ঢাকা-১২
স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বৈধ প্রার্থী ৫, বাতিল ২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৮ জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন বিভাগীয় কমিশনার।
এরমধ্যে সর্বনিম্ন এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ছাবিনার মনোনয়ন বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশূ ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। জাকের পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের হলফনামায় তথ্যের গরমিল এবং রিটার্ন সাবমিট না করায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম জানান।
বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল, তৃণমূল বিএনপির নাঈম হাসান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতিকুর রহমান নাজিম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আব্দুল হাকিম।
এনএম/পিএইচ