দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড- ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯) আসনে মোট ১৪ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরমধ্যে ঋণখেলাপির অভিযোগে দুই জন এবং বাকি দুই জনের সর্বনিম্ন এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম জানান।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে মোট ১৪ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিলের মধ্যে দুই জন ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এই দুই প্রার্থী হলেন, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মোশররফ হোসেন এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী কবির হোসেন।

অন্যদিকে নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল থাকায় আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন, জাকের পার্টির প্রার্থী মো. রবিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।

এএসএস/পিএইচ/এসএম