চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কুশপুতুল পুড়িয়েছেন যুবদলের নেতাকর্মীরা। 

রোববার (৩ নভেম্বর) দুপুরে চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি এলাকায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। 

এদিন সকালে খুলশী থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন পিন্টু ও লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আমবাগান এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে রেলপথ অবরোধ করেন। এছাড়া, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আধুনগর এলাকায় প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ করেন নেতাকর্মীরা। 

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামকে থেকে দলটির আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার (২ নভেম্বর) রাতে চান্দগাঁও থানা যুবদল নেতা মো. আরিফ ও মো. নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া, পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদল নেতা মো. লিটন, মো. মনির ও মো. ওসমানকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। আজ (রোববার) বাঁশখালী চাম্বল ইউনিয়ন যুবদলের মিছিল থেকে যুবদল নেতা আবু সৈয়দকে গ্রেপ্তার করা হয় বলেও অভিযোগ জানিয়েছে দলটি। 

এমআর/কেএ