গাজীপুরের কালিয়াকৈর এলাকায় চলন্ত ট্রাকে অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করায় চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। 

রোববার (৩ ডিসেম্বর) ভোর রাতের দিকে একটি ট্রাকে প্রেট্রোল বোমা নিক্ষেপ করলে তারা দগ্ধ হন। 

দগ্ধরা হলেন, ট্রাক চালক মো. সাইফুল ইসলাম (৫০) ও হেলপার মো. জনি (২৭)।

দগ্ধ ট্রাকচালক সাইফুল ইসলাম বলেন, আমরা ট্রাকে রড বোঝাই করে চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরে পৌঁছানো মাত্রই চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। পরে আমি ও আমার সহকারী লাফিয়ে নেমে গেলেও গায়ে আগুন লেগে যায়।

তিনি বলেন, আগুনে পুরো ট্রাকটি পুড়ে যায়। পরে লোকজন আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এরপর সেখানকার চিকিৎসক জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন।

এ ব্যাপারে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে আমাদের এখানে দুইজন এসেছেন। তাদের মধ্যে ট্রাকচালক সাইফুলের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। আর হেলপার জনির শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

এসএএ/কেএ