ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পারভেজ হোসেন বাবু (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলের দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কারারক্ষী রোকন বলেন, চিকিৎসার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর গত ৭ নভেম্বর তাকে ঢাকা মেডিকেলের পুরাতন ভবন ২য় তলার ২২০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
তিনি আরও বলেন, পারভেজ হোসেন বাবু নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার প্যাচাইন গ্রামের আব্দুর ছালাম মিয়ার ছেলে ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত
সম্পন্ন করা হবে। এরপর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এসএএ/এসকেডি