সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ আরও এক বছর ছয় মাস বাড়ানো হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতা ও শর্ত অনুসারে আগামী বছরের ৩ ফেব্রুয়ারি থেকে তার এই নতুন নিয়োগ কার্যকর করা হবে। এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দেয় সরকার।

এবার দ্বিতীয় দফায় তার মেয়াদ বাড়ানো হয়েছে। ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী। ওই বছরের ৩ জুন জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।

চাঁদপুর সদরের শাহ মাহমুদপুরে মান্দারী গ্রামে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে পুলিশ সুপার হিসেবে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম।

এমএম/এসএম