বেসরকারি স্কুল-কলেজে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এবার পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সে লক্ষ্যে আগামী ডিসেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে বলে জানিয়েছে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ওবায়দুর রহমান। তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ৫ম গণবিজ্ঞপ্তির কাজ শুরু করবো। আশা করছি— ডিসেম্বর থেকে শূন্য পদের চাহিদা নেওয়া শুরু করতে পারবো।‌ সেই তালিকা পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএ’র সচিব জানান, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হবে। কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। তবে তা পুনরায় সংগ্রহ করা হবে। ডিসেম্বরে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে। এছাড়া এখন ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছে এনটিআরসিএ।

ওবায়দুর রহমান আরও বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশের চিন্তাভাবনা রয়েছে। ডিসেম্বরে ফল প্রকাশ করা সম্ভব হলে নির্বাচনের পর গণবিজ্ঞপ্তি নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে। তবে জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় ফেব্রুয়ারি অথবা মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

এনএম/এমজে