কেউ এসেছেন ব্যান্ড দল নিয়ে, কেউ সজ্জিত গাড়িতে
মনোনয়নপ্রত্যাশী ও কর্মী-সমর্থকের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেন পা ফেলার উপক্রম নেই। কেউ এসেছেন আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহে, কেউ বা জমা দিতে; আর তাদের সঙ্গে রয়েছেন অসংখ্য কর্মী-সমর্থক। এসময় দেখা মিলছে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ও নানাভাবে সজ্জিত গাড়ির। বাদ্যযন্ত্র বাজিয়ে এসব গাড়িতে করেই কার্যালয়ের সামনে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের এলাকা। এ অবস্থায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বিজ্ঞাপন
ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মাদ হাবিব হাসান। কর্মী-সমর্থকের সঙ্গে ব্যান্ড দল আর সজ্জিত গাড়ি নিয়ে এসেছেন মনোনয়ন সংগ্রহে।
আসাদুল ইসলাম নামে তার এক সমর্থক বলেন, আমরা হাবিব ভাইয়ের জন্য মনোনয়ন নিতে এসেছি। আমাদের ব্যান্ড দল বাদ্যযন্ত্র বাজাচ্ছে আর নেতাকর্মীরা হাবিব ভাইয়ের পক্ষে মিছিল করছে। অনেকগুলো পিকআপ ভ্যান আর সজ্জিত গাড়িতে আমাদের নেতাকর্মীরা এসেছেন।
আরও পড়ুন
হাবিব হাসানের মতো আরেক মনোনয়নপ্রত্যাশী আয়েন উদ্দিন। রাজশাহী-৩ আসন থেকে সাংসদ হতে চান তিনি। সে লক্ষ্যে কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন আয়েন উদ্দিনের সমর্থকরা।
তাদেরই একজন খোরশেদ আলম বলেন, আয়েন ভাইয়ের মনোনয়ন ফরম নিতে রাজশাহী থেকে অনেক নেতাকর্মী এসেছে। বাদ্যযন্ত্রের তালে তালে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা।
সকালে দ্বিতীয় দিনের মতো শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম। সকাল থেকেই মানুষের ঢল দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেড়েছে নেতাকর্মীদের ভিড়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রি চলবে মঙ্গলবার পর্যন্ত(চারদিন)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম, তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
দ্বিতীয় দিনের প্রথম দেড় ঘণ্টায় ৩৩০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় দিনে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
জানা গেছে, দ্বিতীয় দিনে ঢাকা বিভাগে ৭০টি, সিলেট বিভাগে ১৪টি, চট্টগ্রাম বিভাগে ৫৯টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী ৪২টি, বরিশাল বিভাগে ৩২টি, খুলনা বিভাগে ৫১টি ও ময়মনসিংহ বিভাগে ৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এএসএস/এমজে