দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে ভোট করতে নির্বাচন কমিশনে (ইসি) সাতটি আবেদন জমা পড়েছে। সেইসঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও জোটবদ্ধভাবে নির্বাচন করবে। এজন্য দল থেকে প্রার্থী মনোনয়ন দেবেন সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আবেদন জমা দেওয়ার শেষ সময়। এ পর্যন্ত সাতটা দলের আবেদন পেয়েছি। এগুলো হলো– বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টি (রওশন এরশাদ)।

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ বলেছে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবে। আর সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে।

অপর এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আ.লীগের চিঠিতে কোন কোন দল তাদের সঙ্গে থাকবে, এটা বলা নেই। দুটি দল পৃথকভাবে বলছে যে নৌকা প্রতীকে নির্বাচন করবে। সাম্যবাদী দল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

এদিকে গণতন্ত্রী পার্টিও নৌকা প্রতীকে ভোট করবে বলে চিঠি দিয়েছে।

জাপার দুটি চিঠি এসেছে, জিএম কাদের বলেছেন, তার স্বাক্ষরে মনোনয়ন হবে। আর রওশন এরশাদ বলেছেন, তারা জোটে ভোট করবে, আমলে নেবেন কোনটা– এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, এটা কমিশন দেখবে। কারণ দুটি চিঠি এসেছে। কমিশন যেটা আমলে নেয়।

সাইনিং অথরিটি কে হওয়ার কথা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নরমালি দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি নরমালি হয়।

জিএম কাদের সাইনিং অথরিটি, তাহলে বিবেচনা কী হবে– এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন বলতে পারবে।

সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এসআর/এসএসএইচ