নিষ্ক্রিয় দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলকে সক্রিয় করতে চিঠি
গবেষণার তথ্যের ভিত্তিতে অধিকাংশ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল বর্তমানে সক্রিয় নেই। এ তহবিল সক্রিয় করতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
সম্প্রতি অধিদপ্তর থেকে দেশের সব জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের সভাপতিকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল সক্রিয়করণ সম্পর্কিত চিঠিতে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ক্ষমতাবলে ২০২১ সালে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল পরিচালনা বিধিমালা প্রণয়ন করা হয়। আইন অনুযায়ী, জাতীয় পর্যায়ে একটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল এবং প্রতিটি জেলায় একটি করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থাকবে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সদস্য-সচিব হিসেবে প্রতিটি জেলায় এ তহবিল ব্যবস্থাপনায় একটি কমিটি এবং একটি চলতি হিসাব পরিচালিত হবে বলেও এতে বলা হয়।
চিঠিতে জানানো হয়, সম্প্রতি ‘স্কেলিং-আপ ফোরকাস্ট বেসড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল)’ প্রকল্প চারটি জেলা এবং জাতীয় পর্যায়ে সাক্ষাৎকার ও তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের অর্থায়নে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত একটি গবেষণা পরিচালনা করে। গবেষণার ভিত্তিতে অধিকাংশ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল কমিটি বর্তমানে সক্রিয় না থাকায় এ তহবিল কার্যকর হয়নি মর্মে পরিলক্ষিত হচ্ছে।
এতে আরও বলা হয়, এ অবস্থায় জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল সক্রিয় করার লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বরের আগেই প্রতিটি জেলায় চলতি হিসাবের বর্তমান অবস্থা, হিসাব না থাকলে সংশ্লিষ্ট কমিটির সভা আহ্বান করে চলতি হিসাব খোলা এবং স্থানীয়ভাবে অর্থ জমা সম্পর্কিত পরিকল্পনা এ অধিদপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এসএইচআর/কেএ