বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন পাঁচদিনের সফরে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছে। এছাড়া শিগগিরই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে আসছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

নির্বাচন পর্যবেক্ষণে কোনো দেশ বা সংস্থা আবেদন করেছে কি না-জানতে চাইলে মুখপাত্র বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট মিশন কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন। এছাড়া কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবেন। 

সেহেলী সাবরীন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আরও গুটিকয়েক আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। 

এনআই/জেডএস