যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি পশ্চিমা দেশ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলে যে অভিযোগ করছে, তা উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো তো ফালতু কথা।

বুধবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনমুখী দল এবং আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা আমাদের দেশের জনগণের প্রতি বিশ্বাস রাখি। দূতাবাস-‘টুতাবাস’ এগুলো সব আমাদের কাছে গৌণ বিষয়। এগুলো নিয়ে আপনারা লাফান কেন?

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই এবং এটিতে কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে তাদের আমরা শাস্তি দেব। সবাই নির্বাচনের জন্য তৈরি এবং উদগ্রীব। অনেক সমস্যা আছে এবং সেগুলো দূর করার জন্য চেষ্টা করছি।

জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা এসব আশঙ্কায় কান দেই না। এসব জুজুর ভয়। জুজুর ভয় থেকে দুরে থাকুন। আমরা এখন অনেক শক্ত। আমাদের নেত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাসে বলীয়ান। এজন্যই দেশের এত উন্নয়ন হয়েছে।

সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশের লোক কে কী বলল সেটি গুরুত্বপূর্ণ নয়। দেশের লোক কী বলল সেটি গুরুত্বপূর্ণ। বিদেশিদের বক্তব্য বাস্তবসম্মত ও যুক্তিসংগত না হলে আমরা তাদের প্রতি মনোযোগ দেই না।

মন্ত্রী বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল হলে নির্বাচনে এসে প্রমাণ করুক, তারা বড় দল। খালি মুখে বললে হবে না। আমরা জ্বালাও-পোড়াও চাই না, অগ্নিসন্ত্রাস চাই না।

গার্মেন্টসে কোনো অস্থিরতা চলছে না দাবি করে মোমেন বলেন, কিছু মানুষ এতে উসকানি দিচ্ছে।

এনআই/কেএ