পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব‌লে‌ছেন, নির্বাচনের বিষয়টি বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ বিষয়। সংবিধানের আলোকে যে আইন প্রণয়ন হয়েছে, সে অনুযায়ী নির্বাচন হবে।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এসব কথা ব‌লেন প্রতিমন্ত্রী।

নির্বাচ‌নের আগে প্রধান রাজনৈতিক দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করে চিঠি বিলি করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আওয়ামী লীগ বৈঠকের বিষ‌য়ে চি‌ঠি পে‌য়ে‌ছে কি না জান‌তে চাইলে শাহরিয়ার আলম ব‌লেন, এটা দ‌লের মুখপাত্র বল‌তে পার‌বেন।

বি‌দে‌শি কূটনীতিকদের অভ্যন্তরীণ বিষ‌য়ে হস্তক্ষেপ নি‌য়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ব‌লেন, সবসময় বলি- অপছন্দ করলেও কিছু জিনিস আমাদের করতে হয়। আর নির্বাচনের বিষয়টি বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ।

তি‌নি ব‌লেন, বাংলাদেশের জনগণ যে জনপ্রতিনিধিদের নির্বাচন করেছেন, তারা সবাই মিলে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি সংবিধান তৈরি করেছেন। সেই সংবিধানটি নানা সময় কাটাছেঁড়া করা হয়েছে বিভিন্ন সামরিক সরকারের সময়ে। গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পর আমরা এটিকে মোটামুটি আবার আগের জায়গায় আনার চেষ্টা করেছি। সেই সংবিধান অনুযায়ী এবং সংবিধানের আলোকে যে আইন প্রণয়ন হয়েছে সেটি অনুযায়ী নির্বাচন হবে।

এদিকে সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা পোস্টকে জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুয়ের লেখা চিঠি হাতে পেয়েছি।

এর আগে বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু লিখিত একটা চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন।

চুন্নু বলেন, পিটার হাস জানিয়েছেন— একই চিঠি বাংলাদেশের ৩টি দলকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে একই চিঠি দেওয়া হয়েছে।

এনআই/এমজে