বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে যারা বাসে আগুন দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ: মহিদ উদ্দিন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর)  দুপুরে মিন্টু রোডে অবস্থিত ডিএমপির সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন,  আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ধরুন তিনটি ঘটনা ঘটেছে। কিন্তু ৩০০০ ঘটনা যে আমরা প্রতিরোধ করেছি সে হিসাবটা সামনে আসেনি। অবরোধকারীরা কত নাশকতা করতে তারা কিন্তু বলেনি। তবে এসব প্রতিরোধে যাদের সক্রিয় ও সচেতন করা প্রয়োজন তাদের সঙ্গে আমরা কথা বলছি। তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি এবং কিছু পরামর্শ দিয়েছি।

তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি, নাশকতা প্রতিরোধের জন্য পরিকল্পনা সাজিয়েছি।  যাতে বাসে আগুন দিতে না পারে। আমাদের নিরাপত্তা বাড়িয়েছি। চালক ও হেলপারদের করণীয় কী সেগুলো আমরা বলে দিয়েছি এবং এখনো বলছি। আশা করি, এতে কাজ হবে। এর বাইরেও যদি কেউ বিক্ষিপ্তভাবে করার চেষ্টা করে তাদের আজকে হোক বা কাল আইনের আওতায় আনা হবে।

এমএসি/এসকেডি