রিজার্ভ সংকট মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতা চাইলে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও ভালো অবস্থানে আছে। বর্তমানে রিজার্ভ নিয়ে যে সংকটের কথা বলা হচ্ছে, এটা থেকে বাংলাদেশ সহজেই উত্তরণ হতে পারবে। আর বাংলাদেশ যদি রিজার্ভের ক্ষেত্রে সহযোগিতা চায় চীন প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত থাকবে। বাংলাদেশের পাশে থাকবে চীন।

আরও পড়ুন

বাংলাদেশ-চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দুই দেশের সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানান ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলমান আছে। এক্ষেত্রে মুক্ত বাণিজ্য অর্থনীতি সংক্রান্ত নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে চীন ও বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করতে পারবে। এটা সম্পন্ন হলে বাণিজ্য ঘাটতি কমে আসবে।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।

এনআই/জেডএস